Random Rant 1

 ১. ব্যাক্তির অপরাধের দায় কখনোই সংগঠন নিবে না কারণ আমাদের আইনি প্রক্রিয়া এভাবে চলে না। কিন্তু যদি একটা সংগঠন এর অনেক সদস্য কোন নির্দিষ্ট অপরাধে যুক্ত থাকে তাহলে এটা নিয়ে আলোচনা উঠতে বাধ্য। তবে এই আলোচনা কে থামিয়ে দিয়ে উক্ত সংগঠন এর প্রতি অযৌক্তিক সমর্থন দেওয়াটা গ্রহণযোগ্য নয়। আর এটা যারা করছেন তাদের উদ্দেশ্য যে খুব সৎ নয়, সেটাও বলাই বাহুল্য

 ২. এই পূজার ছুটিতে Condensed Matter Physics নিয়ে পড়াশোনা আরেক্টূ আগিয়ে নিয়েছি। এখন যেই বই/আর্টিকেল গুলো পড়ছি সেগুলা হলঃ 

  •  Why More Is Different (Philosophical Issues in Condensed Matter Physics and Complex Systems) বইটাতে emergence এবং reductionism এর মত বিষয় গুলো নিয়ে সমসাময়িক আলোচনা করা হয়েছে
  • Quantum Noise by Zoller and Gardiner এই বইটা আমি কিছুদিন আগে Quantum Thermodynamics এর উপর যে স্কুল এ অংশগ্রহন করেছিলাম সেটাতে সাজেসটেড ছিল। এখন বইটা থেকে Quantum Langevin equation নিয়ে পড়াশোনা করছি। 

৩. গত পরশু থেকে Community of Physics এর একটা ওয়ার্কশপ শুরু হইছে। ওয়ারকশপ এ অংশগ্রহন করতে প্রচুর মানুষ এপ্লাই করলেও নিয়মিত ক্লাস ৩০ জনের বেশি করছে না। আসলে ফ্রি রেজিস্ট্রেশন এর সমস্যা আছে। মানুষ গুরুত্ব দেয় না শেষমেষ। 

 

Comments

Popular posts from this blog

How Problem Solving Makes You An Active Learner

A Note on Numerical Modelling of Stellar Structure Equations

Why Study Analysis As A Physics Student